kalerkantho


কার সঙ্গে রঙ খেললেন প্রিয়াঙ্কা?‌

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মার্চ, ২০১৭ ২৩:৫২কার সঙ্গে রঙ খেললেন প্রিয়াঙ্কা?‌

প্রিয়াঙ্কা যতই বিদেশে থাকুন, ‘‌দেশি গার্ল’‌–এর মনটা এখনো দেশিই রয়ে গেল। হোলির দিন ‘‌দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালোন’‌–এ গেছিলেন। হোলি বলে কথা। সঞ্চালক ফ্যালোনকেই রঙ মাখিয়ে ভুত বানিয়ে দিলেন প্রিয়াঙ্কা। তার পর সোশাল সাইটে পোস্ট করলেন নিজের আর ফ্যালোনের ছবি। লিখলেন, ‘‌আজ রাতে ফ্যালোনের সঙ্গে দারুণ হোলি খেললাম। ওকে কেমন লাগছে, অবশ্যই দেখা উচিত!‌’‌

এর পর জিমিকে হোলির শুভেচ্ছা জানিয়ে বললেন, ‘‌তোমার জন্যই অতটা হোমসিক লাগছে না।’‌ মঙ্গলবার শোয়ের সম্প্রচার। তবে শুটিংয়ের সেটে হোলি খেলেই থেমে থাকেননি প্রিয়াঙ্কা। বাড়িতে ছোটখাট একটা পার্টিও রেখেছিলেন। বন্ধু-বান্ধবের সঙ্গে চুটিয়ে রঙ খেলেন। সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল সাইটে।

সূত্র: আজকালমন্তব্য