kalerkantho


হোলিতে স্বস্তিকা কি বার্তা দিলেন?

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৭ ২১:৩৯হোলিতে স্বস্তিকা কি বার্তা দিলেন?

রঙ তাঁর বরাবরের পছন্দের। আবার যে সে রং নয়, একেবারে বাঁদুরে রং। আবির খেলার থেকে রং খেলাতেই আগ্রহ বেশি। তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রিয়জনদের সঙ্গে রঙিন থাকতেই পছন্দ করেন নায়িকা। সঙ্গে জমাটি খাওয়া-দাওয়া তো রয়েইছে। কাজের জন্য মুম্বাই-কলকাতা প্রায়ই যাতায়াত করতে হচ্ছে তাঁকে।
দিন কয়েক আগেও ছবির শুটিংয়ে বুদাপেস্টে ছিলেন। কিন্তু হোলি বলে কথা! ফিরতে তো হবেই, রঙিন তো হতেই হবে। যদিও এ বছর কার সঙ্গে দোল খেলছেন তা খোলসা করেননি। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্টে এটা স্পষ্ট যে সেলিব্রেশনের মুডে রয়েছেন তিনি। খেলা যে চলছে তার ইঙ্গিতও স্পষ্ট। সঙ্গে খানাপিনা। নিজের একটা রংমাখা ছবিও দিয়েছেন স্বস্তিকা। নায়িকার বার্তা ‘হোলি হ্যায়, ভাই হোলি হ্যায়’।  আনন্দবাজারমন্তব্য