kalerkantho


এবার দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করবেন সানি!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ মার্চ, ২০১৭ ০৪:১০এবার দক্ষিণ ভারতের ছবিতে অভিনয় করবেন সানি!

সানি লিওনের ছবি-বাজার ক্রমেই জমে উঠছে। বলিউডে ছবির মুখ্য চরিত্র থেকে আইটেম নম্বর, সব খানেই হাত পাকিয়ে ফেলেছেন সানি। এবার পালা দক্ষিণে যাওয়ার। ‘রইস’য়ে ‘লায়লা ও লায়লা’ গানে সানির শরীরী বিভঙ্গে বেশ মজেছেন দর্শকরা। ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমার জন্য অফারও এসেছে তার কাছে। যোগাযোগ করেছেন দক্ষিণ ভারতের পরিচালকরাও।

শোনা যাচ্ছে, পরিচালক প্রবীণ সাত্তারু তার আগামী এক তেলুগু ছবির জন্য সানির দ্বারস্থ হয়েছেন। ছবির একটি গানের সঙ্গে কোমর দোলান সানি, এমনটাই চান পরিচালক। প্রবীণ জানান, এই গানটির জন্য তার প্রথম পছন্দ ছিল সানি। ছবিতে গানটি এমন মুহূর্তে রয়েছেন, যার জন্য একটি পরিচিত মুখ তাদের দরকার ছিল। 

তেলুগু চলচ্চিত্র জগতে বহু তারকা রয়েছেন ঠিকই। কিন্তু দক্ষিণেও সানির জনপ্রিয়তার কথায় মাথায় রেখে তাকেই চেয়েছেন প্রযোজকরাও। তবে এই গান কোন আইটেম নম্বর নয়, তা প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন পরিচালক। প্রবীণ জানান, এই গানটি ছবিরই একটা গুরুত্বপূর্ণ অংশ। কোন আইটেম সং নয়। ছবির দ্বিতীয়ার্ধে এটাই একমাত্র গান। গানটিতে একদম অন্য চেহারায় সানিকে দেখা যাবে বলে জানান তিনি। ইন্দো-কানাডিয়ান পর্নস্টার থেকে বলিউড সেনসেশন হয়ে ওঠার রাস্তাটা মোটেই সহজ ছিল না সানি লিওনের জন্য। কিন্তু তিনি তা করে দেখিয়েছেন।মন্তব্য