kalerkantho


এই বিকলাঙ্গ নারী বদলে দিলেন ফ্যাশন দুনিয়ার ধ্যান-ধারণা! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ১৯:৩৮এই বিকলাঙ্গ নারী বদলে দিলেন ফ্যাশন দুনিয়ার ধ্যান-ধারণা! (ভিডিও)

ইউক্রেনের কিয়েভে ফ্যাশন শো নিয়ে ব্যস্ত সবাই। কিন্তু এসবের মাজে শিরোনাম হলেন এক মডেল আলেকজান্দ্রা কুতাস। বিখ্যাত কোনো ফ্যাশন মডেল নন তিনি। ইউক্রেনের  শারীরিকভাবে প্রতিবন্ধী এক নারী। হুইল চেয়ারে চলাফেরা তার। তিনিই 'হুইল চেয়ার' মডেল হিসাবে ফ্যাশন জগত সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা ভেঙে চুরমার করে দিলেন।

দীর্ঘ কালো একটি পোশাক পড়েছিলেন। ক্যাটওয়াক মঞ্চে আসলেন এক কাঠের তৈরি সিংহাসনে চেপে। তাকে বয়ে আনলেন চারজন পুরুষ। দেশের কোনো হাই প্রোফাইল আয়োজনে প্রথমবারের মতো প্রতিবন্ধী মডেল হিসাবে আত্মপ্রকাশ করলেন।

২৩ বছর বয়সী এই মডেল জন্ম থেকেই বিকলাঙ্গ। স্পাইনাল কর্ডের আঘাতের কারণে এমন অবস্থা তার। মোটেও প্রস্তুত ছিলেন না এই আয়োজনের জন্য। কখনো ভাবেননি এখানে সুযোগ পাবেন।  

বললেন, এর আগেও অনেকগুলো মডেলিং এজেন্সিতে আবেদন করেছি। তারা বলেছে যে আমি অনেক সুন্দর। কিন্তু কেউ মডেলিংয়ের জন্য ডাকেনি। কারণ ফ্যাশন দুনিয়ার বাজার এমন বিকলাঙ্গ মডেল গ্রহণ করতে প্রস্তুত নয়। দুই বছর আগে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে বিকলাঙ্গদের নিমন্ত্রণ করা হয়। আমার কাছে মনে হয় এটাই সুযোগ!

সূত্র: দুবাই পোস্ট

 মন্তব্য