kalerkantho


হোলিতে রং খেলবে না বচ্চন পরিবার!

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ১৫:৫৭হোলিতে রং খেলবে না বচ্চন পরিবার!

'রং বরসে ভিগে চুনরওয়ালি' গানটা এখনও দারুণ হিট বলিউডের হোলি-পার্টিতে। 'সিলসিলা'র এই গানটা যেন হোলির রং আরও এক দাগ চড়িয়ে দেয়। আবির আর বাঁদুরে রংমাখা বলিউডি তারকাও মেতে উঠেন এই গানের তালে। তবে 'সিলসিলা'য় যার লিপে এই গান সেই অমিতাভ বচ্চনের বাড়িতে এ বছর আর বাজবে না 'রং বরসে...'। হোলি উৎসবে মাতামাতি বন্ধ অমিতাভ-জয়া-অভিষেক-ঐশ্বরিয়ার।

প্রতিবছরই জুহুতে অমিতাভ-জয়ার বাংলো 'প্রতীক্ষা'য় হোলির দিনে জমাটি পার্টি চলে। ছোট-বড় বলি‌উড স্টাররা তো বটেই, তাতে হাজির থাকেন অমিতাভের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা। অঢেল খাওয়া-দাওয়া, নাচ-গান; কী-ই না হয় সে দিন। তবে, শোনা যাচ্ছে, এবার সে সব কিছুই বন্ধ। হোলিতে কোনোরকম আনন্দ-উৎসব করবে না বচ্চন পরিবার। সময়টাই যে 'ভালো' যাচ্ছে না পরিবারের। বেশ কয়েক দিন ধরেই গুরুতর অসুস্থ পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই।

মুম্বাইয়ের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি চিকিৎসাধীন তিনি। তাই বচ্চন পরিবার ঠিক করেছেন, এ বছরটা হোলির দিনে কেবলমাত্র পুজোপাঠ করেই কাটাবেন। পার্টি বন্ধ! তবে লোকজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ থাকবে। থাকবে অতিথি আপ্যায়নও।মন্তব্য