kalerkantho


নতুন প্রেম : হর্ষবর্ধন ও সারা আলি খান

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ১০:২৩নতুন প্রেম : হর্ষবর্ধন ও সারা আলি খান

তার বলিউড অভিষেক নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু খবর হয়েছে। করণ জোহরের প্রোডাকশন দিয়েই যে তিনি বি-টাউনে খাতা খুলবেন তা কনফার্ম করেছিলেন তার বাবা সাইফ আলি খান। কিন্তু তার রোমান্স নিয়ে অন্ধকারে সকলে। তিনি সারা আলি খান। সাইফ আলির খানের কন্যার 'লাভ লাইফ' এবার শিরোনামে।

প্রথমে শোনা গিয়েছিল, শহিদ কাপুরের ভাই ঈশান খাট্টারের সঙ্গে ডেট করছেন সারা। কিন্তু সে সম্পর্ক দানা বাঁধবার আগেই নাকি বয়ফ্রেন্ড বদলে ফেলেছেন নবাবকন্যা। বলিউডের নতুন গুঞ্জন, অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে নাকি এখন সম্পর্কে জড়িয়েছেন সারা। সূত্রের খবর, দিন কয়েক আগেই মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নাকি হাতে হাত রেখে ডিনার করতে দেখা গেছে তাদের। তারপর থেকেই এই নতুন জল্পনার সূচনা।

সম্প্রতি নেহা ধুপিয়ার শো 'নো ফিল্টার নেহা'তে উপস্থিত ছিলেন হর্ষবর্ধনের দিদি সোনম কাপুর। সেখানে ভাই সম্বন্ধে সোনম বলেন, 'নারীদের বিষয়ে হর্ষবর্ধনের পছন্দ ভয়ংকর।' বলিউড মহলের অনেকেরই প্রশ্ন তা হলে কি হর্ষবর্ধনের নয়া গার্লফ্রেন্ড সারার কথা জানতে পেরেই ওই কথা বলেছিলেন সোনম?

 মন্তব্য