kalerkantho


হোলির রংয়ে শরীর, নতুন ভিডিও ছাড়লেন পুনম

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ০৯:২৯হোলির রংয়ে শরীর, নতুন ভিডিও ছাড়লেন পুনম

হোলির প্রাক্কালে ভক্তকুলের কথা মাথায় রেখে ভিডিও শেয়ার করলেন পুনম পাণ্ডে। এমন একটা ভিডিও শেয়ার করেছেন যে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। সারাগায়ে রং লাগানো। লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি। আর ধীরে ধীরে সেই রং শরীর থেকে উধাও হয়ে যাচ্ছে একটু একটু করে। প্রকাশ পাচ্ছে শরীর।

সেই ভিডিও নিয়েই এখন হইচই। তবে এই প্রথম নয়। উত্তেজক পোশাক আর মন্তব্যে পুনম আজ অতি পরিচিত নাম। এর আগে ক্রিসমাসের সময়ও বিতর্কিত ভিডিও পোস্ট করেছিলেন পুনম।

তিনি বলেছিলেন, বিতর্কে জড়ানোর জন্যই তিনি এসব করেন। তিনি বলেছিলেন, "আমি দেখেছিলাম ইন্ডাস্ট্রিতে কত মেয়ে আছে যারা খান ও কাপুরদের সঙ্গে কাজ করছে। কিন্তু তাও তারা কোনো স্বীকৃতি পাচ্ছে না। কারণ মানুষ শুধু খান ও কাপুরদেরই চেনে। এমন অবস্থায় নিজের পরিচয় তৈরি করা বেশ শক্ত। তবু আমি আমার পরিচয় তৈরি করতে ও স্বীকৃতি পেতে উঠেপড়ে লাগলাম। আমার মনে হয় একমাত্র বিতর্কই আমাকে সাহায্য করতে পারে।"মন্তব্য