kalerkantho


রাখির ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ০৯:১২রাখির ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে

রাখি সাওয়ন্তের একটি ভিডিও এখন সোশাল সাইটে ভাইরাল। ভিডিওতে নগ্ন অবস্থায় দেখা গেছে রাখিকে। কোনো এক জায়গায় পোশাক পাল্টাচ্ছিলেন তিনি। সেটি ক্যামেরাবন্দি করা হয়। তারপর ছেড়ে দেওয়া হয় ইন্টারনেটে। সেই ভিডিও এখন ভাইরাল।

রাখি সাওয়ান্ত জানিয়েছেন, ভিডিওটি তিনি দেখেছেন। খারাপ লেগেছে তার। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১১ বছর ধরে কাজ করছেন। কিন্তু এমন অভিজ্ঞতা আগে হয়নি। ভিডিওতে কে আছে, তাও তিনি বুঝতে পারছেন না। রাখির মতে এটি তার কোনো হামশকল। তবে এটি তার ভিডিও নয়।

সম্প্রতি আরও একটি কারণে খবরে এসেছেন রাখি সাওয়ান্ত। নারী দিবসের দিন রামগোপাল ভার্মা বলেছিলেন, সানি যেভাবে পুরুষদের আনন্দ দেয়, প্রত্যেক মহিলার উচিত সেভাবে পুরুষদের আনন্দ দেওয়া। রামগোপালের এই বক্তব্যকে সমর্থন করেন রাখি। বলেন, "রামগোপাল ভার্মা যা বলেছেন, তা ঠিক। সানি লিওন সম্পর্কে উনি যা বলেছেন, তাতে আমি ওর সঙ্গে আছি। উনি যেমন বলেছেন, তেমন আমিও সমস্ত মহিলাদের বলতে চাই, আনন্দ দেওয়ার উপায় শেখা উচিত। মহিলাদের রান্নাঘরের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তার বদলে শেখা উচিত কীভাবে সুখ দেওয়া যায়।"মন্তব্য