kalerkantho


গোপনে বাগদান সেরে ফেললেন ড্যানিয়েল রেডক্লিফ!

কালের কণ্ঠ অনলাইন   

১২ মার্চ, ২০১৭ ০১:৩৬গোপনে বাগদান সেরে ফেললেন ড্যানিয়েল রেডক্লিফ!

প্রেমিকা ইরিন ডার্কের সঙ্গে চুপিসারে বাগদানের কাজ সেরে ফেলেছেন হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। তবে এ বিষয়ে এখনও কিছু জানাননি 'হ্যারি পটার' খ্যাত এই তারকা।

গত বৃহস্পতিবার ব্রিটিশ ট্যাবলয়েড স্টার ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানা যায়। যেখানে বলা হয়েছে, কিছুদিন ধরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছিলেন ড্যানিয়েল। এ ছাড়া ইরিনের জন্য বাগদানের আংটিও নাকি কিনতে দেখা গেছে ২৭ বছর বয়সী এই অভিনেতাকে।

চার বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছে ড্যানিয়েল ও ইরিনের। এবার তারা ঘর বাঁধবেন।মন্তব্য