kalerkantho


শুটিংয়ে দুর্ঘটনা : জিতের সেই ভিডিওটি দেখুন

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৭ ২১:১৮শুটিংয়ে দুর্ঘটনা : জিতের সেই ভিডিওটি দেখুন

থাইল্যান্ডে ‘বস ২’-এর শুটিংয়ে গাড়ি দুর্ঘটনায় আহত অভিনেতা জিৎ। শুক্রবারের ঘটনা। যদিও এখন ভালো আছেন অভিনেতা। খবরটা পাওয়ার পরই আতঙ্ক ছড়ায় টলিউডে। সকলেই নানা ভাবে খোঁজ নিতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় জিতের আরোগ্য কামনা করেন সেলেবরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের সুস্থ থাকার খবর জানিয়েছেন স্বয়ং জিত্।
সূত্রের খবর, শুক্রবারের শুটিংয়ে একটি চলন্ত গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ার দৃশ্যের শুটিং চলছিল। এ সব দৃশ্যে স্টান্টম্যান ব্যবহারের চল থাকলেও জিৎ নিজেই শট দেওয়ার পরিকল্পনা করেন। ক্যামেরা চালু হতেই গাড়ি এগোতে থাকে। জিত্‌কে পেরিয়ে বাঁক নেওয়ার সময়ই ঘটে দুর্ঘটনা। কিছুটা শূন্যে উঠে মাটিতে আছাড় খেয়ে পড়েন জিত্। সকলে দৌড়ে যান। আতঙ্কিত হয়ে পড়েন। তাঁকে চিকিত্সকের কাছে নিয়ে যাওয়া হয়। নায়কের পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তবে চিকিত্সার পর এখন তিনি ভাল আছেন।
দেখুন ভিডিওটি :মন্তব্য