kalerkantho


ওঁর গায়ের গন্ধ খুব সুন্দর: শাহরুখকে নিয়ে নায়িকার মন্তব্য

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৭ ১১:৫৯ওঁর গায়ের গন্ধ খুব সুন্দর: শাহরুখকে নিয়ে নায়িকার মন্তব্য

মাত্র একটা ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন তিনি। সেই একটা ছবিই সুপার ডুপার হিট হয়। তাঁর অভিনীত চরিত্রও দাগ কেটেছিল দর্শকদের মনে। দশ বছর বাদেও কিংগ খানে বুঁদ হয়ে রয়েছেন চিত্রশী রাওয়াত। চক দে ইন্ডিয়ার খুদে পটাকা। শাহরুখের গায়ের গন্ধ এখনও তাঁকে টানে। এমনটা শুনলে অনেকেই অবশ্য অবাক হয়ে যাবেন।

তবে কি সেই সময়ে অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শাহরুখ? এই প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিতেই পারে। আসলে ব্যাপরাটা মোটেও তা নয়। চক দে ইন্ডিয়া ছবিতে কিংগ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে চিত্রশী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন,সমস্ত দিক থেকেই প্রকৃত রাজা শাহরুখ। ভীষণ জ্ঞানী।

এর পরেই তিনি সবাইকে অবাক করে বলে বসেন, ওঁর গায়ের গন্ধও খুব সুন্দর! এরপরেই চিত্রশীকে প্রশ্ন করা হয়, আবার কী শাহরুখের সঙ্গে কাজ করতে চান? এর উত্তরে চক দে খ্যাত অভিনেত্রীটি বলেন, তিনি কিংগ খানের সঙ্গে আবারও অভিনয় করতে চান। শাহরুখের সঙ্গে সবাই কাজ করতে চান। এমনই তাঁর জাদু। চিত্রশীও এর ব্যতিক্রম নন।

 মন্তব্য