kalerkantho


বিক্রি হলো শাহরুখের রিং

কালের কণ্ঠ অনলাইন   

১১ মার্চ, ২০১৭ ১০:৩৭বিক্রি হলো শাহরুখের রিং

ইমতিয়াজ আলির নতুন ছবি মানে তাতে কিছু না কিছু নতুন চমক তো আছেই। শিরোনামেও তার সেরকম আনাগোনা। এ ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যে দিন থেকে ময়দানে নেমেছে ইমতিয়াজ আলির পরবর্তী ছবি, সে দিন থেকে খবরের শিরোনামে দ্য রিং। তবে এক্ষেত্রে ইমতিয়াজ আলির সঙ্গে বাড়তি দুটি নাম। একদিকে শাহরুখ খান, অন্যদিকে আনুস্কা শর্মা। নয় বছর পর আবার পর্দায় একসঙ্গে জুটি বাধতে চলেছেন এই জুটি।
 
এবার সেই ছবির বিতরণ সত্ত্ব বিক্রি হল ১২৫ কোটি টাকায়।  সূত্রের খবর, এনএইচ স্টুডিওজ-এর নরেন্দ্র হীরাওয়াত ১২৫ কোটি টাকায় কিনেছেন এই ছবির বিতরণ সত্ত্ব। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত দ্য রিং। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন প্রীতম। শাহরুখ-আনুস্কা ছাড়াও ইভলিন শর্মা, সায়নী গুপ্ত, চন্দন রায় সন্যাল থাকবেন ছবির অন্যান্য চরিত্রে। বুদাপেস্ট, আমস্টারডাম ও প্রাগের দুর্দান্ত লোকেশনে এই মুহূর্তে চলছে ছবির শুটিং।

 মন্তব্য