kalerkantho


প্রথম অডিশনের সময় দেখতে কেমন ছিলেন আজকের বলিউড তারকারা

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৭ ২২:৫২প্রথম অডিশনের সময় দেখতে কেমন ছিলেন আজকের বলিউড তারকারা

সব কিছুরই একটা শুরুর দিন থাকে। আজ তাঁদের নামে সিনেমা হিট, পর্দায় তাঁদের উপস্থিতি আলাদা করে নজর কাড়ে, কিন্তু একটা দিন তাঁরাও শুরু করেছিলেন আনকোরা হিসাবেই। রীতিমতো অডিশন দিয়ে। কেমন ছিল সেই প্রথম দিনের অডিশন? দেখ নিন আজকের থেকে কতটা আলাদা দেখতে ছিলেন বলি তারকারা-

আলিয়া ভাট: কে দেখে বলবে ইনিই আজকের আলিয়া ভাট। আজকের হট অ্যান্ড স্লিম আলিয়ার সঙ্গে কোনও মিল আছে কি? ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর অডিশনে।

আনুশকা শর্মা: থ্রি ইডিয়টস-এর পিয়ার খোঁজ চলছে তখন। পিয়া চরিত্রের জন্য অডিশন দিতে এসেছিলেন 
আনুশকা

চতুরকে ছাড়া 'থ্রি ইডিয়টস' কল্পনাই করা যায় না। চতুর চরিত্রের অডিশনে ওমি বৈদ্য।

অডিশন পর্ব থেকে বাদ যাননি খোদ কিং খানও। 'স্বদেশ' ছবির অডিশনে গায়েত্রী যোশীর সঙ্গে শাহরুখ।মন্তব্য