kalerkantho


ভয়ংকর লাস্যময়ী ভাবনা!

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৭ ০৮:২৪ভয়ংকর লাস্যময়ী ভাবনা!

আশনা হাবীব ভাবনা।  আলোচনায় রয়েছেন ভয়ঙ্কর সুন্দর ছবিটি নিয়ে।  এখনো মুক্তি পানি। তবে এই ছবি নিয়ে এদেশের দর্শকদের উত্তেজনার পারদ চরমে।  সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির এক ঝলক। ৫৫ সেকেন্ড ব্যাপ্তির এই টিজার ইতিমধ্যে দর্শকের দৃষ্টি কেড়েছে। টিজারের শুরুতে দেখানো হয়েছে বুড়িগঙ্গা নদীকে। রিকশাচালক খায়রুল আলম সবুজের কাছে যাত্রী অভিনেত্রী ভাবনা জানতে চাইছেন, 'আচ্ছা চাচা, আপনিই বলুন, কোথায় যাওয়া যায়?' পরের দৃশ্যে বুড়িগঙ্গার বুকে নৌকায় ছাতা মাথায় বসে আছেন পরমব্রত। রহস্য ঘেরা কিছু দৃশ্য নিয়ে টিজারটি সাজানো হয়েছে।

এই ছবিতে ভাবনার লুক ভক্তদের মধ্যে আলোড়ন ফেলেছে। কারণ এর আগে ভাবনাকে এতো রহস্যময়ী, আবেদনময়ী দেখেন নি। এবার ভাবনা নিজেকে মেলে ধরেছেন। ভারতীয় লেখক মতি নন্দীর 'জলের ঘূর্ণি ও বকবক শব্দ' অবলম্বনে এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।  ভাবনার বিপরীতে রয়েছেন পরমব্রত। এই ছিল ভাবনার গল্প। কিন্তু ভাবনার একটি লাস্যময়ী ভঙ্গিমার ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।  সেটাও একটা রহস্য বটে!মন্তব্য