kalerkantho


ঐশ্বরিয়ার বাবার অবস্থা আশঙ্কাজনক, দেখতে গেলেন অমিতাভ

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৭ ১৯:০৩ঐশ্বরিয়ার বাবার অবস্থা আশঙ্কাজনক, দেখতে গেলেন অমিতাভ

গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা কৃষ্ণরাজ রাই। গত মঙ্গলবার রাতেই তাঁকে আইসিইউতে পাঠানো হয়েছে। জানা যায়, আজ বৃহস্পতিবার তাঁর অবস্থার আরও অবনতি হয়। গতকাল রাতেই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বলেই বেরিয়ে যান বিগ বি।

গত মঙ্গলবার সারারাত হাসপাতালেই ছিলেন ঐশ্বরিয়া ও অভিষেক। এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানাননি। কিন্তু নামপ্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক সদস্য জানিয়েছেন, ক্রমশ অবনতি হচ্ছে কৃষ্ণরাজের অবস্থা।

চলতি বছরের জানুয়ারিতেই অসুস্থ হয়ে পড়েছিলেন কৃষ্ণরাজ। খবর পেয়ে দুবাই থেকে ছুটি বাতিল করে ভারতে ফিরে আসেন ঐশ্বরিয়া-অভিষেক।মন্তব্য