kalerkantho


এক বছর ধরে মুক্তি পাবে মুহিনের ‘কলিজায় লাগে রে’

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৭ ১৭:০২এক বছর ধরে মুক্তি পাবে মুহিনের ‘কলিজায় লাগে রে’

সম্প্রতি প্রকাশিত হয়েছে ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী মুহিন খানের ৫ম একক অ্যালবাম ‘কলিজায় লাগে রে’। এ অ্যালবামটির বিশেষত্ব হিসেবে থাকছে বছরব্যাপী এর গানের প্রকাশনা।

এ প্রসঙ্গে মুহিন বলেন, একটু নতুন পথে হাঁটার চেষ্টা করছি। অ্যালবামের প্রতিটি গান কোনো না কোনো উৎসবে সিঙ্গেল ট্র্যাক করে ছাড়বো। সে হিসেবে অ্যালবামের সবগুলো গান প্রকাশিত হতে হতে প্রায় এক বছর লেগে যাবে। উৎসবে সিঙ্গেল ছাড়ার কারণ কি জানতে চাইলে মুহিন বলেন, কয়েকটি বিষয় ভিত্তিক গান রয়েছে। যার জন্য সে দিবসগুলোতে গান ছাড়বো।

আটটি গান দিয়ে সাজানো হয়েছে ‘কলিজায় লাগে রে’ অ্যালবামটি। অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন ও সুর করেছেন মুহিন নিজে। সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম ও মুহিন।

অ্যালবামে স্থান পাওয়া গানগুলো হলো- ‘কলিজায় লাগে রে’, ‘মাশাঅল্লাহ্’, মসা, ‘ঘুম আসে না’ (রক), ‘মেঘ হয়ে নামো’, ‘ধুকফুক ধুকফুক করে’, ‘দু’চোখে তাকিয়ে থাকো’, ‘কতোলোক দেখি পথে পথে’, ‘বাংলা ঢোল’ ও ‘ধুম ধারাক্কা’ (রিমেক)।

অডিও সিডির পাশাপাশির গানগুলো নিজস্ব ওয়েবসাইট www.musicmuhin.com ও ইউটিউব চ্যানেল muhin official এ প্রকাশিত হবে বলেও জানান মুহিন।

 মন্তব্য