kalerkantho


এবার জুটি বাঁধলেন বনি ও মাহি

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৭ ০৩:৩১এবার জুটি বাঁধলেন বনি ও মাহি

কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্তের জুটি এই মুহূর্তে টলিউডে অত্যন্ত হিট হলেও এবার বাংলাদেশের ছবির জন্য ডাক পেয়েছেন বনি। ছবির নাম 'মনে রেখো'। নায়িকার ভূমিকায় রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। 

বাংলাদেশের প্রযোজনা সংস্থা হার্টবিট প্রোডাকশনস প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলি সুমন। আর কিছুদিনের মধ্যেই শ্যুটিংয়ের জন্য বাংলাদেশে আসছেন বনি। এ প্রসঙ্গে বনি বলেন, এটি একেবারেই সম্পূর্ণ বিনোদনমূলক একটি বাণিজ্যিক ছবি, ফুল কমার্শিয়াল প্যাকেজ বলা যায়। শ্যুটিং হবে মূলত বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। গানের দৃশ্যগুলির শ্যুটিং বিদেশে হওয়ার কথা। এছাড়াও দার্জিলিংয়েও কয়েকটি দৃশ্যের শ্যুটিং হবে।  মন্তব্য