kalerkantho


হাসপাতালে অভিষেক-ঐশ্বরিয়া

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৭ ১৯:৩১হাসপাতালে অভিষেক-ঐশ্বরিয়া

হাসপাতালে কেউ গেলেই কৌতূহল বাড়তে থাকে। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বেলাতেও ব্যতিক্রম হলো না। ভারতের বান্দ্রার লীলাবতী হাসপাতালে তাঁদের দেখা গেছে সম্প্রতি।

গতকাল শেষরাতে হাসপাতাল গিয়েছিলেন তাঁরা। দুজনেই সাদা পোশাক পরেছিলেন। তবে তাঁরা কেন সেখানে গিয়েছিলেন? সেলেব্রিটির হাসপাতাল নেহায়েতই স্বাভাবিক কারণ হিসেবে নেন না মিডিয়া ও ভক্তরা। কী হয়েছিল তাঁদের, কেনইবা গিয়েছিলেন এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বলিউডের ভেতর বাহির।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে সে উত্তর কিছুটা মিলেছে।  জানা গেছে, ওইশ্বরিয়ার বাবা  কৃষ্ণরাজ রাই গত দুই সপ্তাহ ধরে হাস্পাতালে ছিলেন। এরইমধ্যে তাঁকে আইসিউতে নেওয়া হয়েছে।  তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাবাকে দেখতেই ঐশ্বরিয়া ও অভিষেক হাসপাতালে গিয়েছিলেন।  

গুলাব জামুন ছবিতে একসঙ্গে দেখা যাবে অভিষেক ও ঐশ্বরিয়াকে। ছবিটি প্রযোজনা করছেন অনুরাগ কাশ্যপ। ছবির চিত্রনাট্যের কাজ শেষ। শোনা যাচ্ছে, ছবিতে নাকি কাজ করতে পারেন অমিতাভ বচ্চনও।মন্তব্য