kalerkantho


ওয়ানের প্রথম গান আলাদিন

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৭ ১৬:৩৭ওয়ানের প্রথম গান আলাদিন

প্রকাশ্যে এল বীরসা দাশগুপ্ত পরিচালিত ছবি ওয়ান ছবির প্রথম গান আলাদিন। গানটি গেয়েছেন শাল্মলী। গানে সুর দিয়েছেন অরিন্দম।

ওয়ান মূলত অ্যাকশন মুভি। তবে এতে রোম্যান্সও রয়েছে। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন যশ। তাঁর বিপরীতে আছেন নুসরত। এই প্রথমবার ভিলেনের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ।

গানে যশ এবং নুসরতের কেমিস্ট্রি ইতিমধ্যেই নজড় কেড়েছে। গানের ভিউজ় ছাড়িয়েছে ৪ লাখ। এ বছর পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে ওয়ান।মন্তব্য