kalerkantho


মুখোশ পরে টাইগার শ্রফের ট্রেন যাত্রা

কালের কণ্ঠ অনলাইন   

৮ মার্চ, ২০১৭ ১৬:১৫মুখোশ পরে টাইগার শ্রফের ট্রেন যাত্রা

বাসাই থেকে বান্দ্রা। এই রাস্তাটুকু ট্রেনে চড়ে পার করলেন টাইগার শ্রফ। তবে মুখ মুখোশে ঢেকে।

এর একটি ভিডিও তিনি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। সেখানে দেখা গেছে ভ্যানিটি ভ্যান থেকে নামছেন টাইগার। ভক্তদের ভিড় কাটিয়ে গাড়িতে ওঠেন তিনি। মুখোশ পরে তৈরি হন সেখানেই। তিনি পরেছিলেন হুডেড জ্যাকেট, লাল প্যান্ট ও মুখোশ। তারপর চড়ে বসেন একটি লোকাল ট্রেনে।

এর আগে অনিল কাপুর ট্র্যাফিক এড়ানোর জন্য ট্রেনে চড়েছিলেন। গণেশ পুজোর জন্য তখন মুম্বইয়ের সড়কপথে ছিল প্রচুর ভিড়। সেই ভিড় এড়াতেই মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেনে চড়েন তিনি। চোখে সানগ্লাস ও মাথায় টুপি পরে নিজে পরিচয় ঢাকার চেষ্টা করেছিলেন। কিন্তু অনুরাগীরা তাঁকে চিনে ফেলেন। কিন্তু টাইগারের বেলায় এমন হয়নি।মন্তব্য