kalerkantho


বিয়ে করবেন সেলেনা

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৭ ০৪:৪৭বিয়ে করবেন সেলেনা

গত বছর জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে বেশ মুষড়ে ছিলেন তিনি। ডিপ্রেশনের জন্য রিহ্যাবে পর্যন্ত যেতে হয়েছিল সেলেনা গোমেজকে। সময় বদলেছে। এখন তাঁর প্রেমিকের নাম দ্য উইকএন্ড। 

কানাডার এই গায়কের প্রেমে এতটাই হাবুডুবু খাচ্ছেন সেলেনা যে, সামনের মাসে প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে দেখা করার প্ল্যানও সেরে ফেলেছেন। অনেকে বলছেন এনগেজমেন্ট তো হয়েই গিয়েছে। বিয়ের ডেট পাকা করতেই কানাডা যাচ্ছেন সেলেনা।মন্তব্য