kalerkantho


১৬ বছর বয়সে ইভটিজিংয়ের শিকার হয়েছিলাম, ইলিয়ানা

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৭ ০৪:১৫১৬ বছর বয়সে ইভটিজিংয়ের শিকার হয়েছিলাম, ইলিয়ানা

বলিউডের দক্ষিণী অভিনেত্রী ও গ্ল্যামার গার্ল ইলিয়ানা ডি ক্রজ। সম্প্রতি তিনি কৈশোরের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ইলিয়েনা যৌন হয়রানির শিকার হয়েছিলেন। তিনি বলেন আমি ১৬ বছর বয়সে ইভটিজিংয়ের শিকার হয়েছিলাম। 

ষোড়শী ইলিয়ানা এটাকে তার ভুল কিনা ভেবেছিলেন। তিনি বলেন, এটা কি আমার অনিচ্ছার কারণেই উত্ত্যক্ত হয়েছিলাম? এ ঘটনার কয়েক মাস পর তার মায়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন। তিনি আরও জানান যে তার মা চমৎকারভাবেই ঘটনাটি সামলে নিয়েছেন। তার মা বলেন, খুব দ্রুত এর পদক্ষেপ নিতে হবে। ইলিনার মা সেই ইভটিজারের সঙ্গে কথা বলার জন্য চেষ্টাও করেছিলেন।মন্তব্য