kalerkantho


কর্ণের বাবা হওয়ার খবরে কী বললেন শাহরুখ?

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৭ ০১:২০কর্ণের বাবা হওয়ার খবরে কী বললেন শাহরুখ?

সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন কর্ণ জোহর। শনিবার খবরটা বাজারে এলেও, পরিচালক নিজে তা নিশ্চিত করেন গত রবিবার। তাঁর দুই সন্তান যশ ও রূহি এখনও হাসপাতালেই রয়েছে। কিন্তু, সদ্য বাবা আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন। সোশ্যাল মিডিয়ায় কর্ণকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বলিউড। আর এই তালিকায় শাহরুখ খান থাকবেন না, তাও আবার হয় নাকি?

বি-টাউনে এমন গল্পও ছিল যে, শাহরুখের সঙ্গে কিছুটা অন্য রকমের সম্পর্ক রয়েছে কর্ণের।  সেই ঘনিষ্ঠ বন্ধু সদ্য বাবা হওয়া কর্ণকে কী বললেন?

রবিবার এক অনুষ্ঠানে শাহরুখের কাছে এই প্রশ্ন করা হয়। তিনি বলেন, 'এটা খুবই ব্যক্তিগত মুহূর্ত। আমার জীবনেও এই মুহূর্ত এসেছে। ফলে আমি জানি, এটা কতটা ব্যক্তিগত। কর্ণের গোপনীয়তাকে সম্মান জানানো উচিত আমাদের। অবশ্যই আমরা সকলেই খুশি। কর্ণকে শুভেচ্ছা জানানোও হচ্ছে। কিন্তু যাবতীয় সেলিব্রেশন পরের জন্য তোলা থাক। এখনই এসবের দরকার নেই।'মন্তব্য