kalerkantho


প্রসেনজিত‌কে নিয়ে কি টুইট করলেন অমিতাভ?

কালের কণ্ঠ অনলাইন   

৭ মার্চ, ২০১৭ ০১:০৭প্রসেনজিত‌কে নিয়ে কি টুইট করলেন অমিতাভ?

'গ্যাংস্টার'-এর পরে প্রসেনজিতের নতুন ছবি 'ওয়ান'। সঙ্গে রয়েছে নুসরতের ম্যাজিক। কিন্তু এ ছবির বড় চমক বোধহয় অন্য কোথাও। যা নিয়ে টুইট করলেন স্বয়ং অমিতাভ বচ্চন।

সদ্য মুক্তি পেয়েছে 'ওয়ান'-এর ট্রেলর। টুইটে বিগ বি লিখেছেন, বাংলার তারকা প্রসেনজিৎ এবং বন্ধু। জানা যায়, এ ছবিতে প্রসেনজিৎ রয়েছেন একটি নেগেটিভ চরিত্রে। সেখানেই ছবির আসল চমক। ট্রেলর দেখে শুভেচ্ছা জানিয়েছে গোটা টলিউড। দর্শকদের বেশ পছন্দ হয়েছে। কিন্তু অমিতাভের কাছথেকে বাহবা পাওয়া তো মুখের কথা নয়।

জানা গিয়েছে, প্রসেনজিৎ তাঁর সব ছবির ট্রেলর পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনকে। ভাল লেগেছে বলেই এই ছবিটা নিয়ে নাকি নিজে থেকেই টুইট করেছেন শাহেনশা। ঘনিষ্ঠ মহলে প্রসেনজিৎ জানিয়েছেন, এই টুইট তাঁর কাছে বিরাট সম্মানের। মন্তব্য