kalerkantho


কলকাতার বনির নায়িকা মাহি

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৭ ২১:৪৮কলকাতার বনির নায়িকা মাহি

কলকাতার জনপ্রিয় নায়ক বনি'র বিপরীতে অভিনয় জকরতে যাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহি।  জানা গেছে, বাংলাদেশি পরিচালক ওয়াজেদ আলী সুমনের নির্মিতব্য ছবি  ‘মনে রেখো’তে জুটি বদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন বনি-মাহি।  ছবিটি বাংলাদেশের প্রযোজনাতেই নির্মিত হবে। প্রযোজনা করবে হার্টবিট প্রোডাকশন। পরিচালক ওয়াজেদ আলী সুমন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।  

প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিতে মাহি ও বনির নাম মুন ও লাকি। তাদের সাথে থাকছে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ খ্যাত জয়ী। ছবিতে তার নাম সোহেল। এছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ।

‘মনে রেখো’ ছবির শুটিং শুরু হবে আগামী ১৭ মার্চ থেকে। ইন্দোনেশিয়ার বালি এবং ভারতের দার্জিলিংয়ে দৃশ্যায়ণ হবে পুরো ছবিটি। রোমান্টিক-অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত হতে যাওয়া ছবিতে দর্শক মাহিকে ভিন্ন চরিত্রে দেখবেন।

 মন্তব্য