kalerkantho


বিয়ে করছেন গৌরব-ঋদ্ধিমা

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৭ ১৯:৪৭বিয়ে করছেন গৌরব-ঋদ্ধিমা

প্রেম করছিলেন প্রায় সাত-আট বছর ধরে। মুখে কিছু না বললেও গৌরব-ঋদ্ধিমার সম্পর্কের খবরটা অনেকেরই জানা ছিল। শোনা যাচ্ছে আর লুকিয়ে লুকিয়ে প্রেম নয়, এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছে টলিউডের এই জুটি। এবছরের ডিসম্বরেই নাকি বিয়েটা সেরে ফেলতে চলেছেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ।

একসঙ্গে মাঝেমধ্যেই দেখা যেত দু’জনকে। কিন্তু প্রেম করছেন কিনা জিজ্ঞেস করলেই মুখে কুলুপ। তবে ঠোঁটের কোণের হাসিটাই যা বলার বলে দিত। এভাবেই চলেছে সাত-আট বছর। তবে এবার আর রাখঢাক নয়, প্রেমের কথা মেনে নিয়েছেন গৌরব-ঋদ্ধিমা দু’জনেই। এমনকী জানিয়ে দিয়েছেন বিয়ের কথাও। সূত্রের খবর, বিয়ে নিয়ে দুই বাড়িতে জোরকদমে আলোচনা চলছে। এখনও ঠিক হয়নি বিয়ের দিন। আশা করা যায়, বিয়ের খবরের মতো খুব শিগগিরই জানা যাবে বিয়ের দিনটাও।মন্তব্য