kalerkantho


অভিনেতাকে পেটাল মদ্যপ

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৭ ১৯:২০অভিনেতাকে পেটাল মদ্যপ

দেবের সাথে অভিনেতা সোহেল দত্ত

আবার দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হলেন কলকাতার ছোট পর্দার অভিনেতা সোহেল দত্ত। অভিযোগে জানা যায়, রবিবার রাতে অভিনেতা সোহেল দত্তকে আক্রমণ করে বেশ কিছু দুষ্কৃতকারী।  

বউ কথা কও,  তারে আমি চোখে দেখিনির মতো বেশ কতগুলো স্থানীয় বাংলার জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন সোহেল দত্ত। রবিবার রাতে বাবা-মায়ের সঙ্গে মন্দির থেকে বাড়ি ফেরার পথে আচমকাই মাঝ রাস্তায় ওই দুর্ঘটনা।

জানা গেছে, রবিবার রাতে বাড়ি ফেরার সময়, রাস্তার ওপরই তাঁর এক আত্মীয়কে বেশ কয়েকজনের বচসা শুরু হয়। সঙ্গে সঙ্গে সোহেল গাড়ি থেকে নেমে, তাদের সঙ্গে কথা বলতে গেলেই, তা হাতাহাতির রুপ নেয়।  শুধু তাই নয়, এরপর টলিউড অভিনেতাকে মারধর করা হয় বলে অভিযোগ।

ওই ঘটনায় সৌরভ সিং নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে কিরণময়ী ব্রিজের কাছে সৌরভ সিং ও তার সঙ্গীই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ।

 মন্তব্য