kalerkantho


নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে গিয়েছিলেন আনুশকা

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৭ ১২:৫৯নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদে গিয়েছিলেন আনুশকা

নীল আর্মস্ট্রং ১৯৬৯ সালে চাঁদে প্রথম পা রাখেন। চাঁদের মাটিতে তিনিই আমেরিকান পতাকা ওড়াতে সক্ষম হন। চাঁদ আর নীলকে নিয়ে এমন ঐতিহাসিক ঘটনা সবাই জানেন। তবে এতদিন যা জেনেছেন, আরো কিছুটা ভুল জানার বাকি আছে। তার সঙ্গে সেই মুহূর্তে চাঁদের মাটিতে হাজির ছিলেন আনুশকা শর্মাও! অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। তার প্রমাণ হিসেবে রয়েছে একটি ছবিও। তবে বলা ভালো আনুশকারূপী শশী সে দিন ছিলেন আর্মস্ট্রংয়ের সঙ্গে। গুলিয়ে যাচ্ছে তো? তা হলে বিষয়টা একটু খুলে বলি।

আনুশকার আসছে সিনেমা ফিলাউরিতে তার চরিত্রের নাম শশী। শশী এখানে একজন ভূত। সে কারণেই সে দিন আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদের মাটিতে হাজির থাকতে পেরেছিলেন শশী। 'শশী ওয়াজ দেয়ার' এমন একটি হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি আনুশকা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে নীল আর্মস্ট্রংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন শশী চেহারার আনুশকা। ঠিক যেমন এর আগে অস্কারের মঞ্চে উপস্থিত না থেকেও শশীর উপস্থিতির জানান দিয়েছিলেন আনুশকা।

 মন্তব্য