kalerkantho


চাই লোমশ বুক : শাহরুখ খান

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ১১:১৪চাই লোমশ বুক : শাহরুখ খান

লোগানের পর পরবর্তী উলভারিন হিসেবে শাহরুখ খানের নাম তুলেছেন স্বয়ং হিউ জ্যাকম্যান। কিন্তু উলভারিন হতে হলে সবার আগে কী করতে হবে কিং খানকে? উত্তর দিলেন টুইটে। লিখেছেন, 'উলভারিন হতে হলে চাই লোমশ বুক'।

৩ মার্চ পর্দায় এসেছে X-Men সিরিজের লেটেস্ট ছবি লোগান। মুক্তির দুই দিনের মধ্যেই বাজিমাত। 'উলভারিন' এর প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ১৭ বছর আগে শুরু হওয়া এই X-Men সিরিজের ৯টিতে উলভারিন হিসেবে দেখা গেছে হিউ জ্যাকম্যানকে। লোগান এ উলভারিনের সেই সফর শেষ। এই ছবিতেই শেষবারের মতো উলভারিন হিসেবে দেখা গেল তাকে। এবার প্রশ্ন, কে হবেন নতুন উলভারিন? জ্যাকম্যানের পছন্দ কিং খানকে। ছবির প্রচারে তিনি যখন তাইওয়ান গিয়েছিলেন তখন এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, 'হয়তো শাহরুখ খানকে এই চরিত্রটা মানাবে'।

এরপর থেকে শাহরুখ খানের টুইটারে ভক্তদের নানা প্রশ্ন আসতে থাকে। কেন শাহরুখ খানের উলভারিন করা উচিত এই প্রশ্নের উত্তর দিতে এক ভক্তের টুইটে রিটুইট করেন কিং খান।

 মন্তব্য