kalerkantho


বিকিনিতে প্রিয়াঙ্কা, তোলপাড় অনলাইনে

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ০৯:২৪বিকিনিতে প্রিয়াঙ্কা, তোলপাড় অনলাইনে

যখন প্রথমবার সামনে এসেছিল বেওয়াচে রেড সুইমসুটে প্রিয়াঙ্কার হট লুক তখন তা কম তোলপাড় করেনি ভক্তদের। কিন্তু পামেলা অ্যান্ডারসনের মতো রেড বিকিনিতে দেখার ইচ্ছেটা পূরণ হয়নি। তাই বিকিনিতে প্রিয়াঙ্কা কতটা স্টানিং তা জানতে অনেকেরই অপেক্ষা ছিল। বেওয়াচে যে ইচ্ছে পূরণ হয়নি প্রিয়াঙ্কা সেই ইচ্ছেপূরণ করলেন ইনস্টাগ্রামে। সমুদ্রের ধারে বিকিনি পরা একটি ছবি পোস্ট করেছেন। আর পোস্টের সঙ্গে সঙ্গেই তা ঝড় তুলেছে ইন্টারনেটে।

পাশে সি বিচ। ঢেউ এসে ছুঁয়ে যাচ্ছে পা। টু পিস বিকিনিতে সেখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা চোপড়া। ছবির নিচে লেখা, “ওয়ান অফ দোজ়...হোয়াট ওয়াজ আই থিংকিং”। ছবিতে ব্যবহার করা ফিল্টারের জন্য ছবি কিছুটা অস্পষ্ট এবং পিছন থেকে তোলায় বিকিনির রং-ও পরিষ্কার নয়। তবুও এতেই সন্তুষ্ট ভক্তরা। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বেওয়াচ স্টারকে দেখা গেল বিকিনিতে।মন্তব্য