kalerkantho


জানেন কি ফোর্বস ম্যাগাজিনে শাহরুখ-অমিতাভদের স্থান কেথায়?

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৭ ০৩:৪০জানেন কি ফোর্বস ম্যাগাজিনে শাহরুখ-অমিতাভদের স্থান কেথায়?

চলচ্চিত্র অঙ্গনে আয়ের দিক থেকে ভারতের শাহরুখ খান হলিউডের অনেক বড় বড় তারকাকে পেছনে ফেলেছেন৷ দেখে নিন ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত জুন ২০১৫ থেকে জুন ২০১৬ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন অভিনেতাদের আয়ের পরিমাণ-

১. হলিউড তারকা হ্যারিসন ফোর্ড রয়েছেন ২০ নম্বরে৷ গত এক বছরে তার আয় ১.৫ কোটি মার্কিন ডলার৷

২. ম্যাথু ম্যাককন রয়েছেন ১৯ নম্বরে। ১.৮ কোটি মার্কিন ডলার আয় করেছেন গত এক বছরে৷

৩. ভারতের সবচেয়ে বড় সুপারস্টার অমিতাভ বচ্চন রয়েছেন ১৮ নম্বরে। এই এক বছরে তিনি আয় করেছেন ২ কোটি মার্কিন ডলার৷

৪. উইল স্মিথ অমিতাভ বচ্চনের থেকে একটু এগিয়ে আছেন ১৭ নম্বরে, তাঁর আয় এ বছর ২.০৫ কোটি ডলার৷

৫. মার্কিন অভিনেতা ক্রিস্টোফার মাইকেল বা ক্রিসপ্যাট রয়েছেন ১৬ নম্বরে। গত এক বছরে আয় করেছেন ২.৬ কোটি মার্কিন ডলার৷

৬. টাইটানিক তারকা লিওনার্দো ডি ক্যাপ্রি রয়েছেন ১৫ নম্বরে। গত এক বছরে তিনি আয় করেছেন ২.৭ কোটি মার্কিন ডলার৷

৭. বলিউড অভিনেতা সালমান খান রয়েছেন ১৪ নম্বরে। গত এক বছরে তিনি আয় করেছেন ২.৮৫ কোটি মার্কিন ডলার৷

৮. মার্ক ওয়ালবার্গ রয়েছেন ১৩ নম্বরে। গত এক বছরে তিনি আয় করেছেন ৩ কোটি মার্কিন ডলার৷

৯. অ্যাডাম স্যান্ডলা রয়েছেন ১২ নম্বরে। আয় করেছেন ৩ কোটি৷

১০. গত এক বছরে হলিউড অভিনেতা ব্র্যাড পিট-এর আয় ৩ কোটি ১৫ লাখ ডলার৷ তিন রয়েছেন ১১ নম্বরে।

১১. আয়ের দিক থেকে ব্র্যাড পিট আর বলিউড অভিনেতা অক্ষয় কুমার সমান অবস্থানে আছেন৷ অর্থাৎ অক্ষয়ের আয়ও ৩ কোটি ১৫ লাখ ডলার৷ তিন রয়েছেন ১০ নম্বরে।

১২. আয়রন ম্যান খ্যাত রবার্ট ডাওনি জুনিয়রের আয় ৩.৩ কোটি ডলার৷ তিন রয়েছেন ৯ নম্বরে।

১৩. ভারতের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড বলিউড বাদশাহ শাহরুখ খানের৷ গত এক বছরে তার আয় ৩.৩ কোটি মার্কিন ডলার৷ তিন রয়েছেন ৮ নম্বরে। 

১৪. গত এক বছরে সাড়ে তিন কোটি ডলার আয় করে ভিন ডিজেল আছেন ৭ নম্বরে৷

১৫. বেন অ্যাফ্লেক গত এক বছরে আয় করেছেন ৪ কোটি ৩০ লাখ ডলার৷ তিন রয়েছেন ৬ নম্বরে।

১৬. পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত জনপ্রিয় তারকা ডনি ডেপ আছেন ৫ নম্বরে৷ গত এক বছরে তার আয় ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

১৭. মিশন ইমপসিবল তারকা টম ক্রুজ গত এক বছরে আয় করেছেন ৫ কোটি ৩০ লাখ ডলার৷ তিন রয়েছেন ৪ নম্বরে।

১৮. ম্যাট ডেমন আছেন তিন নম্বরে৷ তার আয় সাড়ে ৫ কোটি মার্কিন ডলার৷

১৯. দ্বিতীয় অবস্থানে আছেন জ্যাকি চ্যান৷ গত এক বছরে তার আয় ৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার৷

২০. 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' তারকা রক নামে খ্যাত ডগলাস জনসনের আয় অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি৷ গত এক বছরে তিনি আয় করেছেন ৬ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার৷ তিনিই প্রথম।মন্তব্য