kalerkantho


ট্রেলারেই বাজিমাৎ ওয়ান (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৭ ১১:২৮ট্রেলারেই বাজিমাৎ ওয়ান (ভিডিও)

বাংলা বাণিজ্যিক ছবিতে অ্যাকশন ছিল সবচেয়ে প্রয়োজনীয় একটি উপাদান। চারটি ভিলেন না ঠ্যাঙালে নায়ক ঠিক নায়ক হয়ে ওঠে না যেন দর্শকের কাছে। তা সত্ত্বেও থ্রিলারে বাংলা ছবি এখনও অনেকটাই পিছিয়ে ভারতের বহু আঞ্চলিক ছবির থেকে। বাংলা ছবিতে থ্রিলার মানেই সেটা গোয়েন্দাকাহিনী, এমন একটা ধাঁচ তৈরি হয়ে গিয়েছে।

কিন্তু বীরসা দাশগুপ্তের ওয়ান এর ট্রেলার নতুন করে আশা জাগাল। আগামী পহেলা বৈশাখ মুক্তি পেতে চলেছে এই ছবি। যশ-নুসরত জুটির এই প্রথম ছবির কেন্দ্রবিন্দুতে কিন্তু দ্য ওয়ান অ্যান্ড ওনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রয়েছেন একগুচ্ছ বলিষ্ঠ চরিত্রাভিনেতা। আর একটা টানটান স্ক্রিপ্ট, অন্তত ট্রেলার দেখে তো তাই মনে হচ্ছে। এন্ড প্রোডাক্ট ঠিক কী হবে, সেটা তো আর দেড়মাস পরই জানা যাবে।

 মন্তব্য