kalerkantho


এবার বেওয়াচে ভাইরাল প্রিয়াঙ্কা

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৭ ০২:৪০এবার বেওয়াচে ভাইরাল প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপরা, বলিউড পেরিয়ে এখন তাঁর যাত্রা হলিউডে। কোয়ান্টিকো'র তুমুল সাফল্যের পর এবার 'বেওয়াচ'-এর জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। বেওয়াচ-এ তাঁর বোল্ড লুক আগেই ফাঁস হয়ে গিয়েছে। এ ছবিতে তিনি খলনায়িকা। এ বার নিজেই আরও একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। আপাতত তা ভাইরাল।

ছবিতে বোঝা যাচ্ছে সমুদ্রের পাড়ে রয়েছেন নায়িকা। কিন্তু আলো-আঁধারির খেলায় বোঝা মুশকিল তাঁর পরনের পোশাকটি ঠিক কী। ক্যাপশনে তিনি লিখেছেন, সেই ছবিগুলোর একটা, যেটা নিয়ে আমি ভাবছিলাম।

ছবিটা দেখে বি-টাউনের অনেকেই বলছেন, সম্ভবত এটাই তাঁর বিকিনি লুক। এই ছবিই যেন বেওয়াচ-এর উত্তাপ বাড়িয়ে দিল অনেকটাই। অস্কার মঞ্চে প্রিয়ঙ্কার উপস্থিতি নজর কেড়েছিল সকলের। এবার অপেক্ষা নেগেটিভ রোলে প্রিয়ঙ্কার হলি ইমেজের।মন্তব্য