kalerkantho


সোশ্যাল মিডিয়ায় তোলপাড় দিশার ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ১০:২০সোশ্যাল মিডিয়ায় তোলপাড় দিশার ভিডিও

এম এস ধোনি: দি আনটোল্ড স্টোরি-তে অভিনয়ের সুবাদে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন দিশা পাটনি। এবার দিশা ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। ইন্সটাগ্রামে পোস্ট করা তার একটি সাম্প্রতিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বলিউডে কান পাতলে শোনা যায়, দিশা নাকি টাইগার শ্রফের প্রেমিকা। দুই জনকে এক সঙ্গে নানা জায়গায় ঘনিষ্ঠ অবস্থায় দেখাও গেছে। সেই নিয়ে চর্চাও কম হয়নি। তবে এবার অন্য কারণে তিনি আলোচনার কেন্দ্রে। ইন্সটাগ্রামে নিজের প্রোফাইলে দিশা পোস্ট করেছেন একটি নাচের ভিডিও, যা মাথা ঘুরিয়ে দিয়েছে অনেকেরই।

ভিডিও-তে দেখা যাচ্ছে, দিশা নাচছেন এড শিরান-এর সাড়া জাগানো গান শেপ অফ ইউ-এর সঙ্গে। শিরান-এর এই গান এই মুহূর্তে সেনসেশান-এর মাত্রা পেয়ে গেছে। সেই গানের সঙ্গেই শরীর দুলিয়েছেন দিশা। সঙ্গে রয়েছেন তার কোরিওগ্রাফার হর্ষবর্ধন খেমকা। শরীরের লাস্যময়ী ভঙ্গিতে দিশা মুগ্ধ করে দিয়েছেন দর্শকদের।
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/M0anuCagHi4" frameborder="0" allowfullscreen></iframe>

 মন্তব্য