kalerkantho


১৯ বছর বয়সের সানি লিওন

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ০৯:০১১৯ বছর বয়সের সানি লিওন

সানি লিওন, বর্তমান ভারতের এক জনপ্রিয় নাম। ভারতের সিনেমা থেকে মিউজিক ভিডিও, রাস্তার দেওয়াল থেকে টেলিভিশনের পর্দা, খবরের কাগজ থেকে বাস-ট্রাম-ট্রেন, বিজ্ঞাপনে সানি লিওন কোথাও না কোথাও নিজের পার্মানেন্ট জায়গা করেই নিয়েছেন। 

তবে জীবনের চড়াইয়ে শুরুটা এতটাও সহজ ছিল না তার! সানি লিওনের তথ্য চিত্রে বারবার তার প্রথম পর্যায়ের জীবনে উঠে এসেছে রূঢ় বাস্তবের সঙ্গে লড়াই। ১৯ বছর বয়সে প্রথম পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখা, তারপর... এভাবেই 'সানি ডেইজ' চলছে। এটাই হল সানির সেই ছবি যেদিন তিনি প্রথম পর্ন সিনেমায় 'অভিনয়' করেন।

 মন্তব্য