kalerkantho


ব্র্যাডের পাশে দাড়ালেন জেনিফার

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ০৫:৩৪ব্র্যাডের পাশে দাড়ালেন জেনিফার

তাঁদের তিক্ত বিবাহবিচ্ছেদের কথা সবার জানা। ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি, এক সময় যাঁদের আলাদা করে ভাবাই যেত না, এখন তাঁরাই সহ্য করতে পারেন না একে অপরকে। অনেকেই বলেন, ডিভোর্স আর বাচ্চাদের কাস্টডি সংক্রান্ত আইনিসমস্যায় নাকি বেশি জেরবার ব্র্যাড। তিনি যে প্রবল মানসিক কষ্টে আছেন, সে কথা বহুবার স্বীকার করেছেন ঘনিষ্ঠমহলে।

শোনা যাচ্ছে, মানসিক শান্তির জন্য হাত বাড়িয়েছেন প্রাক্তন স্ত্রী জেনিফার অ্যানিস্টনের দিকে। ২০০৫ সালে জেনিফারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে দু'জনের কথা হয়নি। এমনকি নায়িকার মোবাইল নম্বরটাও ছিল না ব্র্যাডের কাছে। জানা যায়, গত মাসে নম্বর জোগাড় করে জেনিফারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এসএমএস করেন ব্র্যাড। 

তারপর থেকে দু'জনের মধ্যে আবার কথা শুরু হয়েছে। অনেকের মতে, ব্র্যাডের দুঃসময়ে  পাশে থাকছেন জেনিফার। তবে দু'জনেই বলছেন তাঁদের এ সম্পর্ক নেহাতই বন্ধুত্বের। মন্তব্য