kalerkantho


মৃত্যুর পরে সম্পত্তির সমান ভাগ ছেলে ও মেয়ের, বললেন অমিতাভ

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৭ ১৭:৩৪মৃত্যুর পরে সম্পত্তির সমান ভাগ ছেলে ও মেয়ের, বললেন অমিতাভ

আজ সকালে টুইটারে একটি ছবি পোস্ট করেছেন বিগ বি। সেখানে তাঁর হাতে রয়েছে একটি প্ল্যাকার্ড এবং লেখা রয়েছে, “আমার মৃত্যুর পর আমি যা সম্পত্তি রেখে যাব তা সমানভাবে ভাগ হবে আমার ছেলে ও মেয়ের মধ্যে”। নিচে লেখা #Gender Equality, # We are equal। এর আগেও সমানাধিকার নিয়ে কথা বলতে শোনা গেছে বিগ বি-কে। তাঁর পিঙ্ক ছবিও সমাজকে সে বার্তা দিয়েছে। মেয়েদের সমাজ যে দৃষ্টিভঙ্গিতে দেখে, আধুনিক এবং স্বাধীন মেয়েদের প্রতি সমাজের সেই দৃষ্টিভঙ্গি পালটানোর কথা বলেছিল ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্র।

শুধু ছবির চরিত্রেই নয়, ব্যক্তিগতভাবেও সমাজের চিরাচরিত নিয়মের বাইরে মেয়েদের স্বাধীনতায় বিশ্বাস করেন অমিতাভ বচ্চন। তাই কিছুদিন আগে দুই নাতনি নভ্যা নভেলি ও আরাধ্যাকে চিঠি লিখে বলেছিলেন, মেয়ে বলে সমাজের বলে দেওয়া নিয়মে আটকে যেও না বরং সেটাই কর যেটা করতে মন চায়। আরও বলেন, নিজের পছন্দের মানুষকে নিজের ইচ্ছেমতো সময়ে বিয়ে করতে। সেই সময়ে নয় যখন লোকে করতে বলবে।মন্তব্য