kalerkantho


আলিয়া ভাটকে সপরিবারে হত্যার হুমকি!

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৭ ১২:৪৬আলিয়া ভাটকে সপরিবারে হত্যার হুমকি!

বলিউড হার্টথ্রব আলিয়া ভাট, ইনসেটে তার বাবা মহেশ ভাট

খ্যাতিমান হিন্দি চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও তার ছোট মেয়ে বলিউড সেনসেশন আলিয়া ভাটকে হত্যার হুমকি দিয়ে হোয়াটস আপে মেসেজ দেওয়া হয়েছে। চাঁদাবাজরা ৫০ লাখ রুপি চাঁদা দাবি করেছিল। তা না পেয়ে পরে এসএমএস ও হোয়াটসআপ মেসেজে ফের হুমকি দেয়। হুমকিদাতারা জানায়, দাবি করা অর্থ না দিলে মহেশ ভাট, তার মেয়ে আলিয়া ভাট ও মহেশের স্ত্রী সোনি রাজদানকেও হত্যা করা হবে। 

নবভারতটা্ইমস.কম জানায়, এ  ঘটনায় মুম্বাইর জুহু পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে চাঁদাবাজী দমন (এন্টি এক্সটরশন) সেলকে।   

মা সনি রাজদান ও বাবা মহেশ ভাটের সঙ্গে আলিয়া   -ফাইল ফটো

বৃহস্পতিবার সকালে মহেশ মিডিয়াকে জানান, প্রথম দিকে চাঁদাদাবীর বিষয়টিকে ঠাট্টা-মজাক মনে করেছিলেন। কিন্তু পরে যখন সপরিবারে হত্যার হুমকি এল তখন আতঙ্ক ছেয়ে ধরে সবাইকে। 

এ ঘটনায় ভাট পরিবারের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়াভিত্তিক প্রখ্যাত ভারতীয় দার্শনিক কৃষ্ণমূর্তির প্রিয় শিষ্য মহেশ ভাট। তার বড় মেয়ে পূজা ভাটও একসময়ে আলোচিত বলিউড হিরোইন ছিলেন। বর্তমানে পূজা পিতার মতোই চলচ্চিত্র নির্মাণে জড়িত আছেন।মন্তব্য