kalerkantho


বউয়ের প্রথম বার্থ ডে পার্টিতে যা করলেন যুবরাজ সিং

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৭ ১২:০১



বউয়ের প্রথম বার্থ ডে পার্টিতে যা করলেন যুবরাজ সিং

গত নভেম্বরের শেষেই দীর্ঘদিনের বান্ধবী হ্যাজেল কিচের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। আর ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ছিল বিয়ের পর হ্যাজেলের প্রথম জন্মদিন। এই দিনে ৩০ এ পা রাখলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী।

২৯ বসন্ত পেরিয়ে হ্যাজেল এবার যেভাবে নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন, তা অন্যবারের থেকে একেবারে আলাদা! তবে বার্থ ডে সেলিব্রেশন যে তাঁর আর যুবরাজের বিয়ের মতই 'গ্র্যান্ড মfস্তি' হয়ে দাঁড়াবে, সেটা বোধহয় কল্পনাও করতে পারেননি এই মডেল।

বিয়ের পার্টিতে হাজির ছিল বিরাট কোহলি-সহ গোটা ভারতীয় দল। আর এবার হ্যাজেলের জন্মদিনের সেলিব্রেশনে যুবরাজের নিমন্ত্রণ পেয়ে পার্টিতে হাজির হয়েছিলেন বন্ধু তথা ভারতীয় দলে সতীর্থ হরভজন সিংও। ছিলেন অঙ্গদ বেদিসহ আরও বন্ধুরা। জন্মদিনের সেই আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ইনস্টাগ্রামে নিজেই পোস্ট করেছেন যুবরাজ।


মন্তব্য