kalerkantho


আবুধাবিতে সকলের নজর কাড়লেন শ্রীদেবীকন্যা জাহ্নবী

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৭ ১১:৫৪আবুধাবিতে সকলের নজর কাড়লেন শ্রীদেবীকন্যা জাহ্নবী

আবুধাবির বিগ ফ্যাট ওয়েডিংয়ে হাজির হয়েছিল কাপুর পরিবার। স্বামী বনি কাপুরের সঙ্গে দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে নিয়ে হাজির হয়েছিলেন শ্রীদেবীও। সেই ওয়েডিং অনুষ্ঠানে ছিলেন সোনম কাপুর, অর্জুন কাপুরও। তবে তারকাখচিত এই বিয়ের আসরে সকলের নজর কেড়েছেন জাহ্নবী।

এমনিতেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় শ্রীদেবীকন্যা জাহ্নবী। খুব জলদি বলিউডে অভিষেক করতে চলেছে সে। মেয়েকে ভালো করে বলিউডে লঞ্চ করতে রীতিমতো তৎপর শ্রীদেবী নিজেও। আবুধাবির বিয়ের অনুষ্ঠানেও মেয়েকে নজরকাড়া করতে কোনো কমতি করেননি তিনি।

মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সকলের নজর কেড়েছেন শ্রীদেবীও। সোনমের পোশাক ডিজাইন করেছেন অনামিকা খান্না। ইতিমধ্যেই সেই ছবি টুইট করে ফেলেছেন সোনম। ভাইয়ের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন কাপুররা। আর তাতে সবচেয়ে বেশি লাইক পেয়েছেন শ্রীদেবী ও তার কন্যারা।মন্তব্য