kalerkantho


মাহেরশালাকে মুসলিম হিসেবে গণ্য করেনা পাকিস্তান

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৭ ০৫:০২মাহেরশালাকে মুসলিম হিসেবে গণ্য করেনা পাকিস্তান

প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার উঠেছিল তার হাতে। তা নিয়ে গর্বিত হয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলিমরা। অভিনন্দন জানিয়েছিল পাকিস্তানও। কিন্তু শেষমেশ পিছু হটে গেল দেশটি। কারণ খাঁটি মুসলিম নন মাহেরশালা, এই অভিযোগে অভিনন্দনের টুইট মুছে দিল তারা।

অভিনেতা হিসেবে এর আগে কোনও মুসলিম ব্যক্তি অস্কার হাতে তুলতে পারেননি। সেই শূন্যস্থান পূরণ করে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছেন মাহেরশালা। কিন্তু কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই তার মুসলিম পরিচয় নিয়েই সংশয় উঠল। খোদ পাকিস্তানের তরফ থেকে তাকে অভিনন্দন জানিয়ে টুইট করা হয়েছিল। কিন্তু পরে তা মুছে ফেলা হয়৷ কেননা পাকিস্তানের চোখে মাহেরশালা মুসলিমই নন।  

আসলে মাহেরশালা আহমাদিয়া সম্প্রদায়ের মুসলিম৷ গোঁড়া মুসলিমরা এদেরকে ইসলাম ধর্মাবলম্বী বলে গণ্যই করেন না। মির্জা গুলাম আহমেদের অনুগামীদের আহমাদিয়া মুসলিম বলা হয়। কিন্তু তাদের স্বীকৃতি নেই মুসলিম সমাজে। ১৯৯৯ সালে এই অনুগামীদের দলভুক্ত হন মাহেরশালা৷ আর তাই তাকেও পড়তে হল এই বিড়ম্বনায়।মন্তব্য