kalerkantho


দঙ্গলের আদলে নাটক পাকিস্তানে

কালের কণ্ঠ অনলাইন   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০৫:২৮দঙ্গলের আদলে নাটক পাকিস্তানে

সিনেমার আদলে নাটক হয়েছে। এমনকি নাটকের কাহিনী নিয়েও অনেক সিনেমা হয়েছে। বাংলা, হিন্দি, মারাঠি ‌বিভিন্ন ভাষাতেই এমন উদাহরণ আছে। কিন্তু এবার যা ঘটেছে তা একেবারে অভিনব। ভারতের ইতিহাস গড়া ছবি দঙ্গল নিয়ে নাটক করতে চলছে পাকিস্তানে।

পাকিস্তানের বিভিন্ন সিনেমা হলে দঙ্গল দেখানোয় নিষেধাজ্ঞা আছে। তাই ইচ্ছে থাকলেও সেখানকার হল মালিকরা দঙ্গল দেখাতে পারেননি। সেই অভাব যেন কিছুটা পুষিয়ে দিচ্ছে এই নাটক। পাকিস্তানে নির্মিত এই নাটকটির নামও দঙ্গল। নাটকের পোস্টারও আমির খানের দঙ্গলের পোস্টারের আদলেই তৈরি। চরিত্রগুলি প্রায় একইরকম বলে জানা গেছে।  

পাকিস্তানের লাহোরের বিখ্যাত নাট্যদল তমাসিল এই নাটকটি প্রযোজন করছে। মহাবীর সিং ফোগতের চরিত্রে ছবিতে ছিলেন আমির খান। আর এই নাটকে আছেন নাসিম ভিকি। বেশ কিছু সংলাপ হুবহু একইরকম রাখা হয়েছে। তিনটি আলাদা মঞ্চ বানিয়ে এই নাটক মঞ্চস্থ করা হচ্ছে। পাকিস্তানে দারুণ সাড়া পড়েছে এই নাটকটি।  মন্তব্য