kalerkantho


জানেন কী তৈমুরের ডাক নাম?

কালের কণ্ঠ অনলাইন   

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:৫৭জানেন কী তৈমুরের ডাক নাম?

জন্ম থেকেই সেলিব্রিটি সইফ ও করিনার ছেলে তৈমুর আলি খান। সবে মাত্র মাস দুয়েক বয়স। এর মধ্যে একাধিকবার শিরোনামে এসেছে কপূর ও খান পরিবারের এই খুদে সদস্য। কখনও তার প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। কখনও বা দাদু রণধীর কপূরের জন্মদিনে যাওয়ার সময় ভক্তদের ভিড় সামলেছে তৈমুরের বাবা-মা। কখনও বা তার ভুয়ো ছবিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। 

তবে সবথেকে বেশি বিতর্কের কেন্দ্রে ছিল তার নাম। কেন তার নাম তৈমুর রাখা হয়েছে, এ নিয়ে রীতিমতো ওয়েব ওয়ার্ল্ডে ট্রোলড হয়েছে সইফ-করিনা। সাধ্য মতো অনুরাগীদের কৌতূহলের জবাবও দিয়েছেন তাঁরা।

এবার প্রকাশ্যে এল তৈমুরের ডাক নাম। সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকের ব্যাক স্টেজে তৈমুরকে 'লিটিল জন' বলে ডাকছিলেন। জানাযায়, বাড়িতেও সকলে তৈমুরকে ওই নামেই ডাকেন। এবার এ নাম নিয়েও বিতর্ক তৈরি হয় কি না সেটাই এখন দেখার বিষয়। মন্তব্য