kalerkantho


এবার মারাঠি ছবিতে প্লেব্যাক সালমানের

কালের কণ্ঠ অনলাইন   

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০৩:১৯এবার মারাঠি ছবিতে প্লেব্যাক সালমানের

আবার প্লে-ব্যাক করলেন সালমান খান। 'হিরো' ও 'হ্যাংওভার' এই দুটি গান গেয়ে ভক্তদের আরও মুগ্ধ করেছিলেন বলিউডের ব্যাড বয় সালমান খান। এবার তিনি গলা দিয়েছেন একটি মারাঠি ছবির প্লেব্যাকে।

ছবিটির নাম 'রুবিক'স কিউব'। অ্যালবাম লঞ্চের দিন পরিচালক মহেষ মাঞ্জরেকর জানান যে তাঁর ছবিতে একটি গান গেয়েছেন সালমান। জানাযায়, সালমানের ও মহেষ সম্পর্কে বন্ধু। ছবিটি এবছর জুনে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।

পরিচালক জানিয়েছেন যে প্রথমে ঠিক করা হয়েছিল, সালমানই গানের অ্যালবামটি রিলিজ করুক নিজের ব্র্যান্ড 'বিয়িং হিউম্যান'-এর মিউজিক হিসেবে।মন্তব্য