kalerkantho


তৈমুরের নাম পালটাবেন সাইফ-কারিনা!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৩৪তৈমুরের নাম পালটাবেন সাইফ-কারিনা!

ছেলে জন্মানোর পর পরই তার নাম রেখেছিলেন তৈমুর। আর সেই নাম জানার পর পরই সোশাল সাইটগুলোতে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়। একজন অত্যাচারী শাসকের নামে কীভাবে ছেলের নাম রাখলেন সাইফ-কারিনা, তা নিয়ে প্রশ্নও তোলা হয়। বিষয়টি নিয়ে প্রথমে মুখ খোলেননি সাইফ। কিন্তু, এবার জানালেন ছেলের নাম পরিবর্তন করতে পারেন তিনি।

সাইফ বলেন, কারিনা এবং তিনি কখনোই চান না যে শুধু মাত্র নামের জন্য তাদের ছেলেকে সমস্যায় পড়তে হোক। স্কুলে গিয়েও যাতে কোনোরকম সমস্যার মধ্যে না পড়তে হয় ছেলেকে, তার জন্য ওই সিদ্ধান্ত নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন নবাব। তবে, ছেলের কি নাম রাখবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি শর্মিলাপুত্র।

তবে নাম নিয়ে যেভাবে ছোট্ট তৈমুরকে হেনস্থা করা হয়েছে, তাতে বেশ কটাক্ষ করেছেন সাইফ। বেশ কিছুটা হাসির ছলেই বলেন, তৈমুর লং এর ছেলের নাম ছিল শাহরুখ। সে ক্ষেত্রে তো কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ, নাম না করেই শাহরুখ খানের প্রসঙ্গ তুলে সমালোচনাকারীদের জবাব দিলেন সাইফ আলি খান। এমনই মনে করছে বিভিন্ন মহল।মন্তব্য