kalerkantho


ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সুপ্রিয়া দেবী

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৩০ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সুপ্রিয়া দেবী

চলচ্চিত্র জগতে সারা জীবনের অবদানের জন্য ফিল্মফেয়ার ইস্ট লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যওয়ার্ড পেয়েছেন সুপ্রিয়া দেবী। এ দিন অনুষ্ঠান উপলক্ষে কলকাতার সায়েন্স সিটিতে বসেছিল চাঁদের হাট। সেখানেই তার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

গত ৫ দশক ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন সুপ্রিয়া দেবী। তার প্রথম ছবি বসু পরিবার মুক্তি পেয়েছিল ১৯৫২ সালে। উত্তম কুমার-সহ একাধিক অভিনেতার সঙ্গে তার কেমিস্ট্রি বাঙালিকে মজিয়ে রেখেছিল ষাট-এর দশকে। চলচিত্রের দুনিয়ায় তার এই দীর্ঘ ‌যাত্রাকে কুর্নিশ করল ফিল্মফেয়ার।

 মন্তব্য