kalerkantho


শিব-পাবর্তী হলেন দেব-রুক্মিণী

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:৫৫শিব-পাবর্তী হলেন দেব-রুক্মিণী

শিব পার্বতীর চরিত্রে দেখা গেল দেব-রুক্মিণীকে। তবে সেটা কোনো সিনেমার জন্য নয়। মহা শিবরাত্রি উপলক্ষে দেবের একজন ভক্ত টুইটারে দেব ও তার প্রেমিকা রুক্মিণীর ছবি ফটোশপ করে সামাজিক মাধ্যম টুইটারে আপলোড দেন। শিবরাত্রির শুভ কামনা জানিয়ে তার কাতর অনুরোধ, দেব যেন কিছু মনে না করেন।

দেব সত্যিই কিছু মনে করেননি। কারণ সেই ছবিতে নিজেই কমেন্ট করেছেন সোশাল মিডিয়ায়। নায়ক লিখেছেন, '…এ বার এটাও দেখতে হবে।' আপাতত মহেশ্বররূপী দেবের সেই ছবি ওয়েব দুনিয়ায় ভাইরাল। পাশে বসা পার্বতীরূপী সুন্দরী রুক্মিণীও সমান নজর কেড়েছেন ভক্তদের।মন্তব্য