kalerkantho


নিজেকে পিচফলের সঙ্গে তুলনা করলেন আয়েশা

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:৩৬নিজেকে পিচফলের সঙ্গে তুলনা করলেন আয়েশা

'তুমি পৃথিবীর সবচেয়ে টসটসে, রসাল পিচফল হতেই পারো। কিন্তু এটাও সত্যি, যে পৃথিবীতে এমন কেউ না কেউ থাকবেই যার পিচফলটা পছন্দ নয়'- এভাবেই সমালোচকদের জবাব দিলেন আয়েশা তাকিয়া। 

গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী আয়েশা তাকিয়া। সেখানে তাঁর ফোলা ঠোঁট দেখে নেটিজেনদের মনে হয়েছিল, তিনি নির্ঘাত প্লাস্টিক সার্জারি করিয়েছেন। যথারীতি সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল কানাঘুষো। 

কেউ কেউ বলেছিলেন, আয়েশাকে প্রিয়ঙ্কা চোপড়া এবং কেন্ডেল জেনার মিলিয়ে সংকর প্রজাতির কিছু মনে হচ্ছে। একটি রেস্তোরাঁর উদ্বোধনে স্বামী ফারহান আজমির সঙ্গে গিয়েছিলেন আয়েশা। সেখানে তোলা ছবিটাই ভাইরাল হয়। 

এর উত্তর ইনস্টাগ্রামে দিয়েছেন আয়েশা। বডি-শেমারদের পরোক্ষে কটাক্ষ করে তিনি আরও লেখেন, জাজমেন্ট আর বুলিংয়ের দুনিয়ায় থাকি আমরা। কাজেই সেসবের ঊর্ধ্বে গিয়ে নিজেকে ভালবাসুন। নিজেকে নিয়ে গর্ব করুন।মন্তব্য