kalerkantho


হকি শিখছেন অক্ষয়

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৪৯হকি শিখছেন অক্ষয়

হকি খেলা শিখছেন অক্ষয় কুমার। পরের ছবিতে তাঁকে হকি কোচের ভূমিকায় দেখা যাবে। অভিনয় যাতে নিখুঁত হয়, সেই কারণেই হকির ট্রেনিং নিচ্ছেন তিনি।

রিমা কাগতির গোল্ড ছবিতে অক্ষয় কুমারকে হকি কোচের ভূমিকায় দেখা যাবে। শাহরুখ খানের পর পর্দায় আবার একজন হকি কোচ পেতে চলেছে দর্শক। স্বাধীনতার পর, ১৯৪৮ সালে লন্ডন অলিম্পিকে প্রথম সোনা জিতেছিল ভারত। স্বাধীনতার পর ভারতের কাছে সেটি ছিল অন্যতম সেরা পাওয়া। সেই গল্পই বড়পর্দায় নিয়ে আসছেন রিমা ও অক্ষয়। শোনা গেছে, অক্ষয় নাকি ইতিমধ্যেই হকির ট্রেনিং নিতে শুরু করে দিয়েছেন। বাড়ির সামনের একটি স্কুলের ময়দানে রোজ তাঁর ট্রেনিং চলছে।

অক্ষয়কে ছবিতে বলবীর সিংয়ের ভূমিকায় দেখা যাবে। তিনি তিনবার অলিম্পিকজয়ী হকি টিমের সদস্য ছিলেন। ১৯৪৮ সালে যে হকি টিম অলিম্পিকে সোনা জেতে, সেই টিমের কোচ ছিলেন তিনি। ছবির দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করছেন সানি কৌশল। ২০১৮ সালের ১৫ অগাস্ট রিলিজ করবে গোল্ড।মন্তব্য