kalerkantho


অশ্লীল ও যৌন দৃশ্য : সেন্সরে আটকে গেছে 'লিপস্টিক আন্ডার মাই বুরখা'

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩৯অশ্লীল ও যৌন দৃশ্য : সেন্সরে আটকে গেছে 'লিপস্টিক আন্ডার মাই বুরখা'

নারীকেন্দ্রিক ছবি। তাই লিপস্টিক আন্ডার মাই বুরখাকে সার্টিফিকেট দিতে রাজি হয়নি ভারতের সেন্সর বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন শ্যাম বেনাগাল।

তিনি জানিয়েছেন, তিনি যে কোনও ছবির সেন্সরশিপের বিরুদ্ধে। সরকার তাঁর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে। তাঁরা সেন্সরশিপের বিরোধিতা করছেন। কোনও ছবি রিলিজ করতে না দেওয়া অনুচিত।  জানা যায়, লিপস্টিক আন্ডার মাই বুরখা ছবিটিকে সার্টিফিকেট দেবে না সেন্সর বোর্ড। ছবিতে অনেক অশ্লীল ও যৌন দৃশ্য আছে, অশ্লীল শব্দ আছে। এছাড়া ছবিতে মহিলাদের ফ্যান্টাসি দেখানো হয়েছে। মহিলাকেন্দ্রিক এমন ছবি নাকি ভারতীয় সমাজের উপযোগী নয়। সেই কারণেই ছবিটিকে সার্টিফিকেট দিতে অস্বীকার করে বোর্ড।

টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পিরিট অফ এশিয়া অ্যাওয়ার্ড জেতে ছবিটি। মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অক্সফাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম অন জেন্ডার ইকুয়ালিটির পুরস্কার জেতে লিপস্টিক আন্ডার মাই বুরখা।মন্তব্য